বাঙালি শুনে কুয়েতের ড্রাইভার বাস ঘুরিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিলেন
13 February, 2019 - By Bangla WorldWide
13 February, 2019 - By Bangla WorldWide
13 February, 2019 - 06:35:00 PM
সব কিছু কেমন যেন আচমকাই ঘটে গিয়েছিল। আমি সাত বছর থেকে গিটার বাজিয়ে গান গাইতাম। আর গান লিখতাম নিজেই। ২০১৪ সালে আমরা ছুটিতে কলকাতায় এসেছিলাম। তখন এখানে আমি কয়েকটা বিষয়ে গান লেখার কথা ভাবি। কিন্তু গিটার-ফিটার কিছু না থাকায় আমি কবিতার আকারে কাগজে লিখে ফেলি।
আরও পড়ুন13 February, 2019 - 03:15:00 PM
প্রবাসী বাঙালিরা বর্তমানে সারা ভারতে ছড়িয়ে থাকলেও, সম্ভবত: দক্ষিণ ভারতেই বাঙালিয়ানা রক্ষা করা সবথেকে কঠিন। জলবায়ু থেকে মাটি, সামাজিক আদপ কায়দা থেকে ভাষা, খাদ্যাভ্যাস থেকে রুচিবোধ, সবকিছুতেই দক্ষিণ ভারতীয়দের সঙ্গে বাঙালিদের বিস্তর ফারাক।
আরও পড়ুন